১৭ বছর হলেই ভোটার কার্ডের আবেদন
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:১৭ বছর হলেই তরুণ-তরুণীরা ভোটার কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সূত্রে জানানো হয়েছে এবার থেকে ১৮ বছর নয়,১৭ বছর হলেই ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন । এ বিষয়ে আরও জানানো হয়েছে,নতুন ভোটারদের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ১৭ বছর বয়স হলেই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বলা হয়েছে,ভোটার কার্ড পাওয়া যাবে ১৮ বছর হয়ে যাওয়ার পর। পোস্ট অফিসের মাধ্যমে ভোটার কার্ড পৌঁছে দেওয়া হবে আবেদনকারীদের ঠিকানায়।

