সফল সানিয়ার টেনিস জীবনের সমাপ্তি
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে হার সানিয়া মির্জা ও রোহন বোপান্নার।
এই জুটি স্ট্রেট সেটে ব্রাজিলের স্টেফানি-মাতোস জুটির কাছে হারলেন। ফলাফল: ৬-৭ (২-৭) ও ২-৬ । বিদায় বেলায় সানিয়ার চোখে জল দেখা গেল। উল্লেখ্য,মেলবোর্নে ২০০৫ সালে অস্ট্রেলিয়ান ওপেনে টেনিসে যাত্রা শুরু করেছিলেন সানিয়া মির্জা। সেই তরুণী এখন ৩৬ বছর বয়সী। ভারতীয় টেনিস “কুইন” তকমাটা নিজের নামে করে নিতে সক্ষম হয়েছেন সানিয়া। সেই মেলবোর্নের মাঠেই টেনিস জীবনের সমাপ্তি ঘটালেন।
গ্র্যান্ড স্ল্যামের শেষ ম্যাচ খেললেন টেনিস নক্ষত্র সানিয়া। বিদায় বেলায় চোখের জল ফেললেন এই ভারতীয় টেনিস সুন্দরী। ম্যাচ শেষে কথা বলার সময় বারবার গলা ধরে আসছিল সানিয়ার। নিজের চোখে জল ও অগণিত ফ্যানদের কাঁদিয়ে দিলেন। সানিয়া মির্জা সিঙ্গলস ছেড়েছিলেন ২০১৩ সালে। সিঙ্গলসে তাঁর শীর্ষ রাঙ্ক ছিল ২৭। ডাবলস ও মিক্সড ডাবলসে সফল সানিয়া। সাফল্যের নিরিখে প্রায় ৯১ সপ্তাহ ধরে ডাবলসে এক নম্বরে ছিলেন তিনি । ২০১৫ সালে সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি টানা ৪৪টি ম্যাচ জয়ী হন।
ভারতীয় মহিলা টেনিস খেলোয়ার হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জয়ী হয়েছেন সানিয়া। ৩টি ডাবলস ও ৩টি মিক্সড ডাবলস জিতেছেন । মিক্সড ডাবলস ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন। ২০১২ সালে ফ্রেঞ্চ ওপেন। ২০১৪ সালে ইউএস ওপেন জয়ী হন সানিয়া মির্জা। মহিলাদের ডাবলসে, ২০১৫ সালে উইম্বলডন,ইউএস ওপেন ও ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জয়ী হন তিনি। এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসেও পদক জয়ী সানিয়া। (ছবি:সংগৃহীত)

