একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বই-খাতা বিতরণ। একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুলশিক্ষা দফতর থেকে দেওয়া বাংলা ও ইংরেজি বই ও খাতা বিতরণ করা হবে আগামী ১ জুলাই থেকে। এমনই নির্দেশ জারি করেছে স্কুলশিক্ষা দফতর। ওই নির্দেশিকায় বলা হয়েছে, পড়ুয়ারা যাতে ১ জুলাই থেকে বই-খাতা পেতে পারে, তার ব্যবস্থা করতে হবে জেলা স্কুল পরিদর্শককে। অন্যদিকে আরও জানানো হয়েছে, দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়ার কথা। এছাড়া মাধ্যমিক পরীক্ষার্থীদেরও মূল্যায়ণের পদ্ধতি বার করে দ্রুত ফলাফল জানানো হবে বলেও জানা গিয়েছে।

