টেস্ট ক্রিকেট পা রাখল ১৪৩ বর্ষে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ টেস্ট ক্রিকেট পা রাখল ১৪৩তম বর্ষে।টেস্ট ক্রিকেটের ১৪৩ তম জন্মদিন। ১৮৭৭ সালের ১৫ মার্চ প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল মেলবোর্নে।খেলা হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দলের মধ্যে।প্রথম টেস্ট ম্যাচে ৪৫ রানে জয়ী হয় অস্ট্রেলিয়া।মজার ঘটনা হল যে ,ঠিক ১০০ বছর পরে এই দুটি দল ফের মুখোমুখি হয় ১৫ মার্চ দিনটিতে।সেখানেও ৪৫ রানে জয়ী হয় অস্ট্রেলিয়া।টেস্ট ক্রিকেটের ১৪৩ তম জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা। সদ্য অবসর নেওয়া ওয়াসিম জাফর টুইট করেছেন বিষয়টি। জাফরের মন্তব্য,টেস্ট ক্রিকেট নিজেও খেলতে পেরেছি বলে গর্বিত।