MADHYAMIK RESULTEducation Others 

মাধ্যমিকের ফল ঘোষণা ২০ জুলাই

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ২০ জুলাই মাধ্যমিকের ফল ঘোষণা। মধ্যশিক্ষা পর্ষদ এই ঘোষণা করেছে। পর্ষদ সূত্রের খবর, সকাল ১০টা থেকে ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবে ছাত্র-ছাত্রীরা।রেজিস্ট্রেশন নম্বর ও ডেট অফ বার্থ দিলেই ওয়েবসাইটে রেজাল্ট জানা যাবে।

উল্লেখ্য, করোনার জেরে এ বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছিল। এরপর মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয় পরীক্ষা না হওয়ায় নবম শ্রেণির বার্ষিক এবং দশম শ্রেণির স্কুলের পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মাধ্যমিকের মার্কশিট তৈরি করা হবে।

এক্ষেত্রে বলা হয়েছে, কোনও ছাত্র-ছাত্রী যদি মূল্যায়নে খুশি না হয়, সেক্ষেত্রে পরীক্ষায় বসার সুযোগ পাবে ওই ছাত্র-ছাত্রীরা। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সেই পরীক্ষা নেওয়া হবে।

Related posts

Leave a Comment