Assam PoliceOthers 

২২৫ অ্যাসিস্ট্যান্ট, স্টেনো, গ্রেড ফোর, মেশিনিস্ট, ফিটার অসম পুলিশে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, গ্রেড-ফোর, মেশিনিস্ট-সহ আরও অন্যান্য পদে ২২৫ জনকে নিচ্ছে অসম পুলিশ। নিয়োগ হবে কমিশনারেট অব ট্রান্সপোর্ট, অসম এবং ডিরেক্টরেট অব ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট, অসম -এর অধীনে।

কমিশনারেট অব ট্রান্সপোর্ট, অসম -এর অধীনে পদগুলি হল: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (এইচ কিউ লেভেল): শূন্যপদ ৮। যে কোনও শাখার গ্র্যাজুয়েট বা সমতুল পাশ হতে হবে। মাইনে ১৪,০০০ – ৪৯,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৬,২০০ টাকা। স্টেনোগ্রাফার: শূন্যপদ ১। যে কোনও শাখার গ্র্যাজুয়েট বা সমতুল পাশ হতে হবে। মাইনে ১৪,০০০ – ৪৯,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৮,০০০ টাকা। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ডিস্ট্রিক্ট লেভেল): শূন্যপদ ৫৬। মাইনে ১৪,০০০ – ৪৯,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৬,২০০ টাকা। কম্পিউটার: শূন্যপদ ১। মাইনে ১৪,০০০ – ৪৯,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৬,২০০ টাকা। অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট ইনস্পেক্টর: শূন্যপদ ৩০। উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। মাইনে ১৪,০০০ – ৪৯,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৬,২০০ টাকা। এনফোর্সমেন্ট চেকার: শূন্যপদ ৪৮। উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। মাইনে ১৪,০০০ – ৪৯,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৬,২০০ টাকা। গ্রেড-ফোর (ডিস্ট্রিক্ট লেভেল): শূন্যপদ ৩০ (পিওন ১৫, প্রসেস সার্ভার ১০, নাইট চৌকিদার ৫)। অন্তত অষ্টম শ্রেণি পাশ হতে হবে। মাইনে ১২,০০০ – ৩৭,৫০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৩,৯০০ টাকা। ক্যাটেগির অনুযায়ী শূন্যপদের সংরক্ষণ পাবেন বিজ্ঞপ্তিতে।

ডিরেক্টরেট অব ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট, অসম -এর অধীনে পদগুলি হল: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (এইচ কিউ লেভেল): শূন্যপদ ১৩। মাইনে ১৪,০০০ – ৪৯,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৬,২০০ টাকা। অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল অফিসার: শূন্যপদ ১। যে কোনও শাখার গ্র্যাজুয়েট বা সমতুল পাশ হতে হবে। মাইনে ১৪,০০০ – ৪৯,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৭,৬০০ টাকা। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ডিস্ট্রিক্ট লেভেল): শূন্যপদ ২৪। মাইনে ১৪,০০০ – ৪৯,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৬,২০০ টাকা। মেশিনিস্ট: শূন্যপদ ৪। উচ্চমাধ্যমিক বা সমতুল এবং মেশিনিস্ট ট্রেডের আইটিআই ডিপ্লোমাধারী হতে হবে। মাইনে ১৪,০০০ – ৪৯,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৫,৬০০ টাকা। ফিটার হেল্পার: শূন্যপদ ৮। উচ্চমাধ্যমিক বা সমতুল এবং ফিটার ট্রেডের আইটিআই ডিপ্লোমাধারী হতে হবে। মাইনে ১৪,০০০ – ৪৯,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৫,২০০ টাকা। ইলেক্ট্রিক্যাল ওয়্যারম্যান: শূন্যপদ ১। উচ্চমাধ্যমিক বা সমতুল এবংইলেক্ট্রিক্যাল ট্রেডের আইটিআই ডিপ্লোমাধারী হতে হবে। মাইনে ১৪,০০০ – ৪৯,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৫,২০০ টাকা। ক্যাটেগির অনুযায়ী শূন্যপদের বিভাজন পাবেন বিজ্ঞপ্তিতে।

প্রার্থীকে ভারতীয় নাগরিক তথা অসমের বাসিন্দা হতে হবে। সঙ্গে অসমের যে কোনও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রেজিস্টার্ড হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে। কাজেই জন্ম-তারিখ হতে হবে ১-১-১৯৮২ থেকে ১-১-২০০২ -এর মধ্যে। তফশিলিরা ৫ এবং ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। প্রার্থীকে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে।

প্রার্থিবাছাই হবে দুটি ধাপে পরীক্ষার মাধ্যমে। প্রথম ধাপে গ্রেড-ফোর স্টাফদের ওএমআর বেসড পরীক্ষা হবে ৫০ নম্বরের। সময় দেড় ঘণ্টা। বাকি পদের প্রার্থীদের ওএমআর বেসড পরীক্ষা হবে ১০০ নম্বরের। সময় আড়াই ঘণ্টা।ওএমআর বেসড পরীক্ষায় সফলদের দ্বিতীয় ধাপে হবে কম্পিউটার বেসড টেস্ট।

দরখাস্ত করবেন অনলাইনে ২০ জুলাই থেকে ৮ অগস্টের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

অনলাইন আবেদন করতে এবং বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment