২৭তম কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:২৭তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হল। অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজরুল মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা ও অন্যান্যরা। উদ্বোধনী ছবি “অরণ্যের দিনরাত্রি” । দেখানো হবে ৪৯ টি দেশের ১৬৩ টি ছবি। বিশেষ অতিথি ছিলেন সদ্য নির্বাচিত আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। অনুষ্ঠানে মঞ্চ মাতালেন শুভশ্রী-মনামী ও দেবলীনা প্রমুখরা।

