Padma River ElishOthers 

ইলিশে রুপোলি পদ্মা-মেঘনা, বাংলাদেশের দিকে তাকিয়ে বঙ্গ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার ইলিশের জোয়ার পদ্মা-মেঘনায়। সূত্রের খবর, প্রতিবেশি বাংলাদেশের নদ-নদী এবছর ইলিশে রুপোলি হয়ে গিয়েছে। গত বছর দুর্গাপুজোর সময় উৎসব মরসুমে বাংলাদেশ সরকার স্বল্প হলেও ইলিশ পাঠিয়েছিল এপার বাংলায়। এবার ইলিশ রপ্তানিতে বাংলাদেশ সরকার রাজি হয় কি না, সেই আশাতেই পথ চেয়ে এপারের বাঙালিরা। সূত্রের আরও খবর, ইলিশ সংক্রান্ত এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি বাংলাদেশ সরকার। তিস্তার জলের বিষয়ে আবার এপার বাংলাকে পদ্মা-মেঘনার ইলিশ থেকে বঞ্চিত করে রাখবে কি না, তা এখনই বলা সম্ভব নয়। বাংলাদেশ সূত্রের খবর, দীর্ঘ লকডাউন ও নিষেধাজ্ঞার পর বাংলাদেশের নদ-নদীতে এই মুহূর্তে প্রতিদিন প্রায় হাজার টন ইলিশ উঠছে। স্বাদে-গন্ধে অতুলনীয় সেই ইলিশের সাইজও এক কেজির উপরে। উল্লেখ্য, এদেশে ইলিশ রপ্তানি করতে চেয়ে ১২ জন এক্সপোর্টার প্রায় ৫ মাস আগে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন। এখনও পর্যন্ত তাতে সম্মতি পাওয়া যায়নি বলে খবর। ইলিশে রুপোলি হয়েছে পদ্মা-মেঘনা। এখন বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ।

Related posts

Leave a Comment