গলওয়ান সীমান্তে কঠোর নজরদারি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সেনাকে দেওয়া হল অস্ত্র কেনার ক্ষমতা।সীমান্তে কঠোর নজরদারির ব্যবস্থাও।ভারতীয় সেনা গলওয়ান সীমান্তে বিশেষ অভিযানের জন্য পুরোপুরি প্রস্তুত।উপত্যকায় সমরসজ্জা নেওয়া হয়েছে।গলওয়ানে বিশেষ অভিযানের দিকেই ইঙ্গিত করছে বলে সামরিক বিশেষজ্ঞমহল মনে করছেন।তৈরি রয়েছে ৩ পাঞ্জাব রেজিমেন্টের ঘাতক প্ল্যাটুন।এরা উচ্চতায় যুদ্ধে দক্ষ ও শত্রুকে নিকেশ করতে সক্ষম।দরকার পড়লে প্যারাট্রুপ করা হতে পারে অতিরিক্ত কম্যান্ডোদের।আবার অভিযান হলে নেতৃত্ব দেবেন এই ঘাতক কম্যান্ডোরা।জানা গিয়েছে, এই সেনাদের কভার করবে হেভি ম্যাশিনগান, আরপিজি ৭, মর্টার ফায়ারিং।এছাড়া গলওয়ানে সেনা ইউনিটকে দেওয়া হয়েছে আধুনিক রায়ট প্রোটেক্টিভ গিয়ার।

