১০৫ অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডেন্ট নিচ্ছে ডব্লু বি এইচ আর বি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অ্যসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডেন্ট (নন মেডিক্যাল) গ্রেড-টু পদে ১০৫ জনকে নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। নিয়োগ হবে ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিসে, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারেন।
অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডেন্ট (নন মেডিক্যাল) গ্রেড-টু: শূন্যপদ ১০৫টি (অসং ৩১, তঃজাঃ ৩৬, তঃউঃজাঃ ১৮, বিসি-এ ৭, বিসি-বি ৬, শারীরিক প্রতিবন্ধী ৭)। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও ডিসিপ্লিনের ডিগ্রিধারী এবং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের/ হসপিটাল ম্যানেজমেন্টের স্বীকৃত পিজি ডিগ্রি বা ডিপ্লোমাধারী হতে হবে। এছাড়া বাংলা বলতে ও লিখতে জানতে হবে।
অন্তত ২০০ শয্যা বিশিষ্ট সরকারি বা বেসরকারি হাসপাতাল ইত্যাদিতে ২ বছরের ম্যানেজারিয়াল/ অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতা থাকলে ভাল। ১-১-২০২০ তাারিখের হিসেবে বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে। মাইনে ৯,০০০ – ৪০,৫০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৪,৭০০ টাকা। বাড়ি ভাড়া ভাতা ছাড়া অন্যান্য ভাতা মিলিয়ে মাসে মোট প্রায় ৪০,২০০ টাকা।
প্রার্থিবাছাইয়ের জন্য বরাদ্দ ১০০ নম্বরের বিভাজন এইরকম:- ডিগ্রির জন্য (সর্বাধিক) ৪০ নম্বর, এইচএম বা এইচএ পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রির জন্য (সর্বাধিক) ২৫ নম্বর (ডিগ্রির জন্য ২৫/ ডিপ্লোমার জন্য ১৫ নম্বর), অভিজ্ঞতার জন্য ২০ নম্বর, ইন্টারভিউয়র জন্য ১৫ নম্বর।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ২১০ টাকা। ফি দেবেন গভঃ রিসিপ্ট পোর্টাল সিস্টেমে অংশগ্রহণকারী যে কোনও ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, “০০৫১-০০-১০৪-০০২-১৬” গভর্ণমেন্ট হেড অব অ্যাকাউন্টে। ব্যাঙ্কে ফি পেমেন্ট করার পর দরখাস্ত রেজিস্ট্রশন করে পাওয়া আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রথম ধাপে পূরণ না করা দরখাস্তের পেজ-টু পূরণ করতে হবে।
দরখাস্ত রেজিস্ট্রেশন করবেন অনলাইনে www.wbhrb.in ওয়েবসাইটের মাধ্যমে, ৩০ জুলাই রাত ৮টার মধ্যে। দরখাস্ত জমা করার আগে সময়মতো ফি পেমেন্ট করে দরখাস্তের পেজ-টু পূরণ করে নেবেন। বিজ্ঞপ্তি নং R/Asstt. Suptd.(NM)/ 03 (1)/1/2020. আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে।
বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

