মানবদেহে তৃতীয় পর্যায়ের সফলতার পর ভারতের বাজারে টিকা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতে অবশেষে শুরু হচ্ছে করোনা ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা। আশা করা হচ্ছে, মানবদেহে করা এই পরীক্ষাটি সফল হলে ভারতবাসী দ্রুত পেতে চলেছে মারণ ভাইরাসের মোক্ষম প্রতিষেধক। এমনই দাবি নীতি আয়োগের সদস্য তথা ভ্যাকসিন পরিচালন সংক্রান্ত ন্যাশনাল এক্সপার্ট গ্রুপের চেয়ারম্যান ডঃ ভি কে পল-এর। এ বিষয়ে তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই ভারতের ৩টি সংস্থা করোনার টিকা আবিষ্কারের জন্য কাজ করছে। যারমধ্যে একটির মানবদেহে তৃতীয় দফার ট্রায়াল শীঘ্রই শুরু হবে বলে খবর।
তবে নীতি আয়োগের পক্ষ থেকে কোন সংস্থার ভ্যাকসিন সেই ধাপে রয়েছে, তা স্পষ্ট জানানো হয়নি। সূত্রের খবর, হায়দরাবাদের ভারত বায়োটেকের কো-ভ্যাকসিনই এই চূড়ান্ত পরীক্ষা শুরু করতে চলেছে। ইতিমধ্যেই এই টিকার প্রথম পর্যায়ের পরীক্ষা শেষ হয়েছে। জানা গিয়েছে, দ্বিতীয় দফার পরীক্ষা হয়েছে ১২টি শহর জুড়ে। এবার শুরু হবে তৃতীয় দফা। পাশাপাশি, পুনের সিরাম ইনস্টিটিউট এই সপ্তাহেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা শুরু করবে বলে জানা যায়।
এক্ষেত্রে মুম্বইয়ের দুটি গবেষণাগারে তা চালানো হবে বলে খবর। অন্যদিকে, ট্রায়ালের জন্য ইতিমধ্যেই দেশের প্রায় ১০টি শহরকে চিহ্নিত করা হয়েছে। সূত্রের আরও খবর, ভারতের ৫টি করোনা টিকা প্রস্তুতকারী সংস্থার সঙ্গে বৈঠক করেছে ভ্যাকসিন পরিচালন সংক্রান্ত ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ। যারমধ্যে পুনে ও হায়দরাবাদের দুটি সংস্থা এখনও পর্যন্ত মানবদেহে পরীক্ষার পর্যায়ে প্রবেশ করেনি। এছাড়া বিভিন্ন পর্যায়ের পরীক্ষায় থাকা বাকি ৩টি সংস্থা হল- সিরাম ইনস্টিটিউট, ভারত বায়োটেক ও জাইডাস ক্যাডিলা।

