Hypersonic VehicleOthers Technology 

হাইপারসোনিক প্রযুক্তির একটি সফল পরীক্ষা ডিআরডিওর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রক্ষা ক্ষেত্রে হাইপারসোনিক প্রযুক্তিতে ভারত দারুণভাবে সফলতা অর্জন করল। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) আজ স্বদেশে বিকশিত স্ক্র্যামজেট প্রোপালশন সিস্টেমের মাধ্যমে হাইপারসোনিক প্রযুক্তির প্রদর্শন যানটির সফলভাবে পরীক্ষা করেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিআরডিওকে অভিনন্দন জানিয়ে বলেন যে, এটি একটি স্বনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গি ও উপলব্ধির দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ সাফল্য।

প্রতিরক্ষামন্ত্রী টুইটে বলেছেন, “এই সাফল্যের জন্য আমি ডিআরডিওকে ধন্যবাদ জানাতে চাই, তাঁরা প্রধানমন্ত্রীর স্বনির্ভর ভারতের স্বপ্নকে সামনে রেখেছিলেন। আমি প্রকল্পের সাথে যুক্ত বিজ্ঞানীদের সাথে কথা বলেছি এবং তাঁদের এই দুর্দান্ত কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছি। ভারত তাঁদের জন্য গর্বিত”। প্রসঙ্গত, ২০১৯ এর জুন মাসে এটি প্রথম পরীক্ষা করা হয়েছিল। এটি অতি স্বল্প ব্যয়ে হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি এবং স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যবহৃত হবে। ভারত এই প্রযুক্তির সঙ্গে যুক্ত রয়েছে এমন নির্বাচিত দেশগুলির ক্লাবে যোগ দিল। আমেরিকা, রাশিয়া এবং চীনের পরে এই প্রযুক্তি বিকাশে ভারত চতুর্থতম দেশ।

Related posts

Leave a Comment