সেপ্টেম্বরের প্রথম লকডাউনে আঁটোসাঁটো তল্লাশি পুলিশের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সেপ্টেম্বর মাসের সাপ্তাহিক লকডাউনের প্রথম দিনে বিধাননগর এবং কলকাতা পুলিশের আঁটোসাঁটো তল্লাশি চলছে। সূত্রের খবর, উল্টোডাঙ্গা ট্রাফিক গার্ড এবং মানিকতলা থানার পুলিশ সকাল থেকেই নাকা চেকিং চালাচ্ছে। সেইখানেই লকডাউনের আইন অমান্য করে একটি প্রাইভেট গাড়ি চলে যাওয়ার চেষ্টা করলে কলকাতা পুলিশের উল্টোডাঙার ট্রাফিক গার্ডের কর্মরত অফিসাররা গাড়িটিকে আটক করে। জানা গিয়েছে, হাডকো মোড়ে গাড়িটিকে আটক করে দুজনকে গ্রেপ্তার করেছে মানিকতলা থানা পুলিশ।

অন্যদিকে লকডাউনের সকালে অন্য চিত্র ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। এদিন নিউটাউন ডিএলএফ ওয়ানের কাছে একটি মাঠে ক্রিকেট খেলা চলছিল স্থানীয় বাচ্চাদের। টহলদারি করতে পুলিশ সেখান গেলে তাঁরা খেলা ছেড়ে পালিয়ে যায়।

