harinder singhOthers 

এলএসিতে নিযুক্ত জেনারেল হরিন্দর সিংহকে আইএমএ পাঠানো হচ্ছে

আমার বাংলা ও লাইন নিউজ ডেস্কঃ চীনের সঙ্গে এলএসি নিয়ে বিবাদের সময়কালে লেহেতে নিযুক্ত ভারতীয় সেনা কমান্ডার হিসাবে লেফট্যানেন্ট জেনারেল হরিন্দর সিংহ এখন থেকে দেহেরাদুনে অবস্থিত ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে (আইএমএ) কমান্ডেন্ট করে পাঠানো হচ্ছে। সূত্র অনুসারে ১৪ কোর কম্যান্ডার লেফট্যানেন্ট জেনারেল হরিন্দর সিংহের অবস্থান এখন লেফট্যানেন্ট জেনারেল পিজিকে মেনন নেবেন । মেননের নতুন কার্যভার অক্টোবরের মধ্যবর্তী সময় থেকে শুরু হবে বলে জানা যায়।

পিজি কে মেনন সেনাবাহিনীর প্রধান কার্যালয়ে অভিযোগ পরামর্শক বোর্ডের অতিরিক্ত মহানির্দেশক পদে ছিলেন। তাঁকে সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানেকে রিপোর্ট করতে হবে। মেনন সাম্প্রতিককালে ভারতীয় ও চীনা সেনা কোর কমান্ডার স্তরের আলোচনার অংশ হিসেবেও ছিলেন। মেনন, ২১ সেপ্টেম্বর ভারত এবং চীন এর মধ্যে ষষ্ঠ পর্যায়ের বৈঠকের জন্য আলোচনার শুরুর প্রচেষ্টা চালান। এই আলোচনার উদ্দেশ্য, গত পাঁচমাস ধরে সীমান্তের উভয় দেশের মধ্যে উত্তেজনা কম করার কথা বলা হয়েছে। এই সময় চীন ভারতকে প্যাংগং লেকের দক্ষিণাঞ্চল থেকে সেনা সরানোর কথা বলে। চীন ভারতের উপর অযথা চাপের চেষ্টা করে চলেছে। গত চারমাস ধরে দু’দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরী হয়েছে।

Related posts

Leave a Comment