অসংগঠিত ক্ষেত্রে পরিযায়ী শ্রমিকদের নিয়ে পদক্ষেপ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পরিযায়ী শ্রমিকদের জন্য প্রয়াস। সূত্রের খবর, পরিযায়ী শ্রমিকদের দুর্দশার ছবির পুনরাবৃত্তি আটকানোর জন্য সরকার ও শিল্পমহলকে আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক শ্রম সংগঠনের (আইএলও) ডিরেক্টর ডাগমার ওয়াল্টার। সূত্রের আরও খবর, সিআইআই-এর পূর্বাঞ্চলীয় শাখা আয়োজিত এক ভিডিও-আলোচনায় এ বিষয়ে তাঁর বক্তব্য, দেশে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বিপুল। তাঁদের বেশিরভাগই কাজ করে থাকেন অসংগঠিত ক্ষেত্রে। ওইসব শ্রমিকদের মজুরিও অনেক কম। এক্ষেত্রে তাঁদের কাজ করতে হয় নির্দিষ্ট সময়ের তুলনায় বেশি।
এক্ষেত্রে আরও বলা হয়েছে, এই পরিস্থিতিতে কেন্দ্রের ‘এক দেশ-এক রেশন কার্ড’ এবং ওই কর্মীদের জন্য সস্তায় থাকার আবাসন প্রকল্প ভাল উদ্যোগ অবশ্যই। পরিযায়ী শ্রমিকদের সমস্যার সামগ্রিক সুরাহার জন্য সরকার ও শিল্পমহলকে আরও অনেক বেশি করে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আবার বণিক সভার পূর্বাঞ্চলীয় শাখার প্রাক্তন চেয়ারম্যান সুধীর কাপুর জানিয়েছেন, লকডাউন পর্বের ওই তিক্ত অভিজ্ঞতার পর ভিন রাজ্যে ফিরতে চান না প্রায় ৩০ শতাংশ পরিযায়ী শ্রমিক। এক্ষেত্রে দীর্ঘ মেয়াদে তাঁদের জন্য কাজের ব্যবস্থা করতে ১০০ দিনের কাজের মতো প্রকল্প ছাড়াও ভাবতে হবে সরকারকে।

