নজরদারি বাড়াতে এবার বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট ফেন্সিং’
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার বাংলাদেশ সীমান্তেও বসবে ‘স্মার্ট ফেন্সিং’। যার প্রস্তুতি শুরু হয়েছিল পূর্বেই। এবার সামগ্রিকভাবেই ভারতের সমস্ত গুরুত্বপূর্ণ সীমান্তকে ডিজিটাল প্রহরা ও নজরদারির অধীনে নিয়ে আসা হচ্ছে বলে খবর। সূত্রের খবর, পাকিস্তান ও বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, অস্ত্র পাচার, মাদকের চোরাচালান ও জঙ্গিদের যাতায়াত প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। পুলিশ স্মারক দিবসের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, সীমান্ত প্রহরাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণ পরিবর্তন করা হবে।
সূত্রের আরও খবর, কম্প্রিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পের অধীনে গড়ে তোলা হচ্ছে ‘স্মার্ট ফেন্সিং’ ব্যবস্থা। উল্লেখ্য, সীমান্ত প্রহরা দিয়ে থাকেন শুধুমাত্র বিএসএফ জওয়ানরা। এই ব্যবস্থায় সেরকম হবে না। ডিজিটাল পদ্ধতিতে বিকল্প প্রহরার বন্দোবস্ত থাকবে। সরকারিভাবে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং প্রথম এই ব্যবস্থা চালু করেন অসমের ধুবুরি সীমান্তে। ৬১ কিলোমিটার সীমান্তে এই ‘আধুনিক বেড়া’ লাগানো হয়েছিল। এবার সমগ্র বাংলাদেশ সীমান্তকেই মুড়ে ফেলা হবে স্মার্ট ফেন্সিং পদ্ধতিতে।

