আবার সাহায্যের হাত বাড়ল আমেরিকা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতকে ৫০ লক্ষ আর্থিক অনুদান আমেরিকার। সূত্রের খবর, ভারতে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে আবার সাহায্যের হাত বাড়ল আমেরিকা। সূত্রের আরও খবর, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড)-র পক্ষ থেকে ৫০ লক্ষ টাকা আর্থিক অনুদানের কথা ঘোষণা করা হয়েছে। করোনা আবহ মোকাবিলা ও কৃত্রিম মেধাসম্পন্ন যন্ত্রপাতি নির্মাণে এই অর্থ কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে নিয়ন্ত্রণে ভারতের পাশে থাকতে পেরে আনন্দিত। আমরা বিশ্বজুড়ে করোনার বিরুদ্ধে লড়তে বদ্ধপরিকর। তাই এই আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।

