মন কি বাত অনুষ্ঠানে প্যান্ডেলে কম ভিড়ের প্রশংসায় প্রধানমন্ত্রী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দুর্গা পুজো মণ্ডপে এ বছরের ছবিটা সম্পূর্ণ আলাদা। আদালতের নির্দেশ মেনে ও পরিস্থিতির গুরুত্ব বুঝে মানুষ সংযমী হয়েছেন। তাই করোনার বিরুদ্ধে লড়াইতে জয়ের পক্ষে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে বিজয়া দশমী ও দশেরার শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, দুর্গা পুজোয় কম ভিড়ের প্রশংসার সঙ্গে সঙ্গে আগামী দিনে ধনতেরাস, দীপাবলী, ঈদ, ছট পুজো, ভাইফোঁটা, গুরুনানক জয়ন্তীর মতো উৎসবগুলিতেও সাবধানতার কথা মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
এক্ষেত্রে তিনি জানিয়েছেন, এই সব উৎসবগুলির ক্ষেত্রেও মানুষকে একই ভাবে সংযমী হতে হবে। মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “দশেরা মূলত অসত্যের উপরে সত্যের জয় হলেও এই বছর তা সঙ্কটের উপরে ধৈর্যের জয় বলেও প্রমাণিত হচ্ছে। আপনারা সবাই সংযমী হয়ে উৎসব পালন করছেন। ফলে কোভিডের বিরুদ্ধে আমরা যে লড়াই লড়ছি, তাতে জয় সুনিশ্চিত।
উল্লেখ্য, দুর্গা পুজো নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের পর গোটা পশ্চিমবঙ্গেই দুর্গা পুজো মণ্ডপগুলি ফাঁকাই থেকেছে। কম ভিড়ের প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগে দুর্গা পুজোর সময় মায়ের দর্শন করতে পুজো প্যান্ডেলগুলিতে জনজোয়ার থাকত। কিন্তু এ বছর মানুষ পরিস্থিতি বুঝতে পেরেছে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, উৎসবের মধ্যেও লকডাউনের কঠিন সময়কে যাতে ভুলে না যায়।
এছাড়াও করোনা যোদ্ধা সহ সাফাইকর্মী, নিরাপত্তারক্ষীদের মতো যাঁরা নিরন্তর পরিষেবা দিয়েছেন, তাঁদেরকে উৎসবের সময় পরিবারের একজন ভেবে সামিল করার অনুরোধও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

