সুস্থতার পথে কপিল দেব, ফিরতে চান গল্ফ কোর্সে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সুস্থতার পথে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেব নিখঞ্জ। তিনি সম্প্রতি হৃদযন্ত্রে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত ছিল গোটা ক্রীড়ামহল। এরপর তাঁর অ্যাঞ্জিওপ্ল্যাস্টি করা হয়। এরপর তাঁর অস্ত্রোপচার হয় বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁর ভক্তরা তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করতে থাকেন। এরই মধ্যে নিজের শারীরিক উন্নতির খবর দিলেন স্বয়ং কপিল দেবই।
হাসপাতাল থেকে নিজের এক বার্তায় তিনি লিখেছেন, আমার মন খুব ভাল আছে, আর আমি দ্রুত সেরে উঠছি। গল্ফ খেলায় ফেরার জন্য আর সবুর সইছে না আমার। আপনারা সবাই আমার পরিবারের অংশ। সেই সঙ্গে হাসপাতালের বেডে শুয়ে তিনি একটি ছবিও তুলেছেন। সেখানে তিনি বেডে শুয়েও বুড়ো আঙুল উঁচু করে বোঝাতে চাইছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছরের বর্ণময় কেরিয়ারে কপিল দেব খেলেছেন ১৩১টি টেস্ট ও ২২৫টি ওয়ান ডে ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে ও টেস্ট মিলিয়ে ৬৮৭টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ১৯৮৩ সালে তাঁর নেতৃত্বেই প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ পায় ভারত।

