অ্যান্টিবায়োটিক-এর কোর্স চলাকালীন কিছু খাবারে সতর্কতা জরুরি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:অ্যান্টিবায়োটিক খেলে কিছু খাবার রয়েছে তা খাওয়া চলবে না। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন,এর প্রভাবে পরিস্থিতি জটিল হয়ে যেতে পারে। অ্যান্টিবায়োটিক-এর কোর্স চলাকালীন কিছু সতর্কতা মেনে চলতেই হবে। এক্ষেত্রে নির্দিষ্ট কিছু খাবার ও পানীয় এড়িয়ে চলা উচিত। না হলে শরীরে দেখা দেবে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া। এক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, আলকোহল ওষুধের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। ক্যাফেন সংযুক্ত এমন পানীয়ও খাওয়া চলবে না। যেমন – কফি বিশেষ ক্ষতিকারক হতে পারে। এ বিষয়ে আরও বলা হয়েছে, অম্ল জাতীয় খাবার যেমন – চকোলেট, বাদাম, টক ফল ও টোম্যাটো খাওয়া যাবে না। আঁশ বা ফাইবার জাতীয় খাবার পাকস্থলিতে খাবার শোষণ গতি কমিয়ে দিতে পারে। অতিরিক্ত পরিমানে আয়রন রয়েছে, এমন খাবার খাওয়া উচিত হবে না,এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এগুলো শরীরে অ্যান্টিবায়োটিক শোষণ হার কমিয়ে দেয়। অন্যদিকে দুগ্ধ জাতীয় খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে । যা অ্যান্টিবায়োটিক শোষণে বাধা দেওয়ার সম্ভাবনা। এক্ষেত্রে চিকিৎসকদের বক্তব্য, দুগ্ধজাতীয় খাবার খেতে চাইলে দই খেতে পারেন। এতে প্রোবায়োটিক থাকায় অ্যান্টিবায়োটিক-এর উপর কোনও প্রভাব ফেলতে পারে না।

