চিকিৎসা পরিষেবা-পরিকাঠামো বাড়াতে স্বাস্থ্য দফতরে নিয়োগ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহে স্বাস্থ্য পরিস্থিতি সামাল দিতে নিয়োগের উদ্যোগ। রাজ্য মন্ত্রিসভা স্বাস্থ্য দফতরে আরও সাড়ে ৩০০ পদের অনুমোদন দিয়েছে। সরকারিভাবে জানা গিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে স্থির হয়েছে, ওই শূন্যপদগুলিতে চিকিৎসক, নার্স ও অধ্যাপকদের নিয়োগ করা হবে। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, করোনা আবহে চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো বাড়ানোর পাশাপাশি চিকিৎসক-সহ স্বাস্থ্যকর্মীদের নিয়োগে নজর দেওয়া হয়েছে।

