Mirzapur-Season-3Entertainment Lifestyle 

শুরু হতে চলেছে ‘মির্জাপুর’-এর তৃতীয় সিজন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ওয়েব সিরিজের দর্শকদের কাছে ভারতীয় কনটেস্টগুলির মধ্যে অন্যতম হল ‘মির্জাপুর’। কিছুদিন আগেই এই সিরিজের দ্বিতীয় সিজনটি মুক্তি পেয়েছে। সূত্রের খবর, এক সপ্তাহের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম সিরিজের তৃতীয় সিজনের কথা ঘোষণা করেছে। এই সিরিজের দ্বিতীয় সিজন রেকর্ডও গড়েছে। বেশিরভাগ ক্ষেত্রে, অনেক দর্শক সিরিজ দেখতে শুরু করে তবে মাঝখানে দেখা বন্ধ করে দেয়। ‘মির্জাপুর’-এর দ্বিতীয় সিজনের ক্ষেত্রে মুক্তির ৪৮ ঘন্টার মধ্যে সিরিজটি দেখতে শুরু করা অর্ধেকের বেশি শতাংশ দর্শক সিরিজটি শেষ করেছেন। এটি কমবেশি দর্শকদের কাছ থেকে প্রশংসাও পেয়েছে।
নতুন সিজনে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি, আলী ফজল, দিব্যেন্দু শর্মা, রোসিকা দুগ্গল ও শ্বেতা ত্রিপাঠি শর্মা। বেশ কয়েকটি নতুন অভিনেতাও যুক্ত হচ্ছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- বিজয় ভার্মা, প্রিয়াংশু, পেনিউলি, ঈশা তালওয়ার প্রমুখ।

Related posts

Leave a Comment