অসমে ১ জানুয়ারি থেকে সব স্কুল-কলেজ খুলছে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনার আবহে পড়ুয়াদের পড়াশুনা দারুণভাবে ব্যাহত হচ্ছে। ভারতের বিভিন্ন রাজ্যের ছাত্র-ছাত্রীদের একই অবস্থা। এবার অসম সরকার পড়ুয়াদের কথা ভেবে উদ্যোগী হতে চলেছে। স্কুল খোলা হচ্ছে অসমে। সূত্রের খবর, আগামী ১ জানুয়ারি থেকেই রাজ্যে সব স্কুল-কলেজ খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এমনই সিদ্ধান্ত গ্রহণ করেছে অসম সরকার। সূত্রের আরও খবর, শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এ বিষয়ে জানিয়েছেন, ১৫ ডিসেম্বর থেকে আংশিকভাবে ছাত্রাবাস খুলে দেওয়া হবে। এক্ষেত্রে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে চূড়ান্ত বর্ষের পড়ুয়ারাই শুধু হস্টেলে ফিরে আসতে পারবেন।

