আগামীকাল থেকেই চালু হচ্ছে বর্ধমান থেকে দুই শাখার ট্রেন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার চালু হতে চলেছে বর্ধমান-আসানসোল এবং বর্ধমান-রামপুরহাট শাখায় লোকাল ট্রেন চলাচল। জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ বুধবার থেকেই এই পরিষেবা চালু করতে চলেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। অন্যদিকে কাটোয়া-আজিমগঞ্জ শাখাতেও লোকাল ট্রেন পরিষেবা চালু হচ্ছে বুধবার থেকে থেকেই। উল্লেখ্য, বর্ধমান- হাওড়া কর্ড ও মেন শাখায় পূর্বেই লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছিল। তবে নন-সাবাবার্ন শাখায় ট্রেন চলাচল শুরু না করায় দুর্ভোগে ছিলেন যাত্রীরা। ট্রেন চলাচল শুরু হলে বহু নিত্যযাত্রী ও ছোট ব্যবসায়ীদের পাশাপাশি দুই শাখার অন্যান্য যাত্রীরা উপকৃত হবেন বলেই আশা করা হচ্ছে।
পূর্ব রেল সূত্রে খবর, বুধবার থেকে বর্ধমান-আসানসোলের মধ্যে মোট চার জোড়া, বর্ধমান-রামপুরহাট শাখাতে চার জোড়া এবং কাটোয়া-আজিমগঞ্জ শাখায় চার জোড়া ট্রেন চালানো হবে। ইতিমধ্যেই এই শাখার স্টেশনগুলিকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। প্রতিটি প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, শৌচাগার স্যানিটাইজ করার পাশাপাশি প্লাটফর্মে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দিষ্ট দূরত্বে গোল দাগ কাটা হয়েছে। এবার শুধু রাত পোহালেই ট্রেনের চাকা গড়াবে এই শাখাগুলিতে।
রেল সূত্রে আরও খবর, কোভিড বিধিনিষেধ মেনেই লোকাল ট্রেন চালু করা হচ্ছে। প্রতিটি স্টেশনে প্রবেশের মুখে যাত্রীদের থার্মাল স্ক্রীনিং করা হবে। পাশাপাশি স্টেশনগুলোতে রাখা হচ্ছে আইসোলেশন রুম। থাকবে অ্যাম্বুলান্সের ব্যবস্থা। কারও দেহে করোনার উপসর্গ মিললে তৎক্ষণাৎ তাঁকে অ্যাম্বুলান্সের সাহায্যে চিকিৎসার জন্য পাঠানো হবে নির্দিষ্ট হাসপাতালে। প্রত্যেক যাত্রীর মুখে মাস্কে থাকা বাধ্যতামূলক। রেল সূত্রে আরও জানা যায়, সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে তারজন্য আরপিএফের নজরদারি বাড়ানো হচ্ছে। পাশাপাশি স্টেশনের বাইরে ভিড় এড়াতে স্থানীয় পুলিশেরও সাহায্য নেওয়া হচ্ছে বলে জানা যায়।

