thailand and turist spotOthers Travel World 

থাইল্যান্ডে পর্যটন শিল্পে কিছুটা স্বস্তির আভাস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:পর্যটন কি ফিরবে পুরনো আবহে।
দীর্ঘ কয়েক মাস লকডাউন পর্ব চলেছে। তবে থাইল্যান্ডে পর্যটন শিল্প অনেকটাই মাথা তুলে দাঁড়িয়েছে বলে খবর। জানা গিয়েছে,করোনা পরিস্থিতিতে গোটা বছরই প্রায় লকডাউন চলেছে। নতুন বছর শুরুর আগে স্বাভাবিকভাবেই ট্রাভেল ইন্ড্রাস্টি হয়ে পড়েছে বিধ্বস্ত। তবে লকডাউনপরবর্তী পর্যায়ে বেশ কিছুটা স্বস্তি মিলেছে পর্যটন শিল্পে। এই পেশায় যুক্ত ব্যক্তিদের খানিকটা হলেও সমস্যা মিটেছে। মালদ্বীপ ও গোয়া-র মতো স্থানে পুনরায় শুরু হয়েছে জনসমাগম। সূত্রের আরও খবর,গত অক্টোবর মাস থেকে থাইল্যান্ডেও পর্যটন শিল্প বেশ মাথা তুলে দাঁড়িয়েছে। ওই দেশে বেশি বিদেশি পর্যটক এসেছেন ওই সময়টাতে। থাইল্যান্ডের পর্যটন মন্ত্রক সূত্রে দাবি করা হয়েছে, বেশির ভাগ পর্যটক লম্বা সময়ের জন্য ট্যুরিস্ট ভিসা নিয়ে এসেছেন ।

এক্ষেত্রে আরও জানা গিয়েছে, অক্টোবর মাসে প্রায় ৩.০৭ মিলিয়ন বিদেশি পর্যটকের আতিথেয়তা করেছে থাইল্যান্ড। উল্লেখ করা যায়, করোনা মহামারির আবহে গত মার্চ মাস থেকে প্রায় বন্ধ হতে বসেছিল পর্যটন শিল্প। সময়ের সাথে সাথে অনেকটাই আশার আলো দেখা গিয়েছে। থাইল্যান্ড চেষ্টা করছে আবার উঠে দাঁড়ানোর। পর্যটন-সংক্রান্ত ব্যবসা পুনরুদ্ধারের জন্য সরকার করোনা নিয়মবিধিতে কিছুটা ছাড় দিতে শুরু করেছে বলে জানা যায়।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশ থাই সরকারের পক্ষ থেকে কঠিন নিয়মবিধি এখনও মেনে চলা হচ্ছে। বাইরে থেকে এদেশে আসলে ১৪ দিনের কোয়ারান্টিন মেনে চলতে হচ্ছে। যার কারণেপুরোপুরি আমেজ আসছে না থাইল্যান্ডের সি- বিচগুলিতে । ওই দেশের সরকারি তথ্য অনুযায়ী জানানো হয়েছে, ২০১৯ সালে এই দেশ মোট ৪০ মিলিয়ন পর্যটকের কাছ থেকে ব্যবসা করেছে ৬০ বিলিয়ন ডলারের। তবে পর্যটন মন্ত্রক এই সম্পর্কে বিশদে জানাতে আগ্রহী নয়।

Related posts

Leave a Comment