সমুদ্রপথে সামরিক গোয়েন্দা তথ্য বিনিময়ে ভারত-মার্কিন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সমুদ্রপথে সামরিক গোয়েন্দা তথ্য বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চলেছে ভারত ও আমেরিকা। উল্লেখ করা যায়, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সংক্রান্ত একটি চুক্তি সই করেছে ভারত ও মার্কিন দেশ। সূত্রের খবর, ‘মেরিটাইম ইনফরমেশন শেয়ারিং টেকনোলজি এগ্রিমেন্ট’ (মিস্টা) সই করার ফলে দু-দেশের নৌ-সেনা এবার ২৪ ঘন্টা নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করতে সক্ষম হবে। এ বিষয়ে আরও জানা যায়, আমেরিকার পাশাপাশি ২১টি দেশের সঙ্গে ‘হোয়াইট শিপিং এগ্রিমেন্ট’-ও সই করেছে ভারত। এক্ষেত্রে যার মূল লক্ষ্য হচ্ছে ‘সমুদ্র পরিস্থিতি সম্পর্কে সচেতনতা’ বৃদ্ধি। এই ২১টি দেশের মধ্যেও আমেরিকা রয়েছে। পাশাপাশি রয়েছে- ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইজরায়েল ও ভিয়েতনামের মত দেশগুলিও।

