franklinOthers 

ফ্র্যাঙ্কলিন প্রকল্পে ইউনিটহোল্ডারদের সম্মতি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বুধবার সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা। ইতিপূর্বে সোমবার এক বিবৃতিতে ফ্র্যাঙ্কলিন টেমপ্লেটন মিউচুয়াল ফান্ড সূত্রে জানানো হয়েছে, সংস্থার ৬টি ডেট মিউচুয়াল ফান্ড প্রকল্পে ইউনিট কেনা বেচা আপাতত বন্ধ রয়েছে। সেগুলির ব্যাপারে আগামী ২৬ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পযন্ত প্রতিটি প্রকল্পে ইউনিটহোল্ডারদের সম্মতি নেওয়া হবে ই-ভোটিংয়ের মাধ্যমে। এক্ষেত্রে জানা গিয়েছে, যে প্রকল্পে অর্ধেকের বেশি ইউনিটহোল্ডার প্রকল্পটি গুটিয়ে ফেলার অনুমতি দেবেন সেই প্রকল্প গুটিয়ে ফেলা হবে।

অন্যদিকে প্রকল্পেগুলিতে অর্ধেকের বেশি ইউনিটহোল্ডার প্রকল্পটি গুটিয়ে ফেলার অনুমতি দেবে না, সেই প্রকল্পটি ফের ইউনিট কেনাবেচার জন্য খোলা রাখা হবে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, বিনিয়োগকারীদের ইউনিট বিক্রি করার চাপ সামলাতে না পেরে গত ২৪ এপ্রিল ৬টি ডেট ফান্ড প্রকল্পে কেনাবেচা স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করে ফ্র্যাঙ্কলিন। ওই সময় ওই ৬টি ডেট ফান্ডের মোট বিনিয়োগ তহবিলের পরিমান দাঁড়িয়ে ছিল ৩০,৮০০ কোটি টাকা, এমনটাই জানা গিয়েছে।

Related posts

Leave a Comment