প্যারিস অলিম্পিকে ব্রেকড্যান্সিং ইভেন্ট নিয়ে গুঞ্জন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ব্রেকড্যান্সিং ইভেন্ট হিসাবে স্থান পেয়েছে। সূত্রের খবর,এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন তৈরি হয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সিদ্ধান্ত হয়েছে ভোটের মাধ্যমে। এর আগে এই সংক্রান্ত বিষয়ে প্রস্তাব এসেছিল। দীর্ঘ আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত ভোটের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয়। অলিম্পিকে নতুন ইভেন্ট হিসাবে যুক্ত হয়েছে স্কেট বোর্ডিং,স্পোর্টস ক্লাইম্বিং ও সার্ফিং।

