krisanu and ifa shieldOthers Sports 

আইএফএ শিল্ডে প্রয়াত কৃশানুর নামে পুরস্কার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কৃশানুর নামে পুরস্কার চালু হচ্ছে শিল্ডে। পিকে ব্যানার্জী,চুনী গোস্বামীর পর প্রয়াত কৃশানু দে-র নামেও আইএফএ শিল্ডে একটি পুরস্কার চালু করা হচ্ছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, শিল্ডের সর্বোচ্চ স্কোরার পাবেন কৃশানু দে ট্রফি। আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় এ খবর জানিয়েছেন। আইএফএ শিল্ডে ম্যাচ খেলতে নামছে রিয়াল কাশ্মীর ও ইন্ডিয়ান আরোজ।

Related posts

Leave a Comment