Subhash Chandra Bose-1Others 

গোটা বছরই সুভাষচন্দ্রের ১২৫-তম জন্মবার্ষিকী পালন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগামী ২০২২ সালে সুভাষচন্দ্র বসুর ১২৫-তম জন্মবার্ষিকী। সূত্রের খবর, ২০২১ সালের ২৩ জানুয়ারি থেকেই তার প্রক্রিয়া শুরু করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ করা যায়, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের পূর্বে বাঙালির অন্যতম আদর্শ ব্যক্তিত্বকে নিয়ে কেন্দ্রের এই উৎসাহ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। সূত্রের আরও খবর, কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ সিংহ পটেল এ বিষয়ে বৈঠক করেছেন। এরপর তাঁর ঘোষণা, এক বছর ধরে সুভাষচন্দ্রের ১২৫-তম জন্মবার্ষিকী পালিত হবে। এই উপলক্ষ্যে কলকাতায় সুভাষচন্দ্রের বিষয়ে সংগ্রহশালা তৈরি হবে। পাশাপাশি দিল্লির লালকেল্লায় সুভাষচন্দ্র ও আজাদ হিন্দ ফৌজের বিষয়ে সংগ্রহশালারও সম্প্রসারণ হবে। অন্যদিকে বিভিন্ন দেশে ভারতের দূতাবাস ও হাইকমিশনও নেতাজির ১২৫-তম জন্মবার্ষিকী পালন করবে বলে জানা যায়। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নেতৃত্ব দিতে আজাদ হিন্দ ফৌজের সেনানীদের আমন্ত্রণ জানানো হতে পারে বলেও জানা গিয়েছে।

Related posts

Leave a Comment