এস অ্যান্ড পি-র পূর্বাভাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পূর্বাভাসে বদল। সূত্রের খবর, ভারতে করোনা আবহে সংক্রমণ কমতে থাকায় চাহিদা বাড়ছে দাবি করে চলতি অর্থবর্ষে জিডিপি সঙ্কোচনের পূর্বাভাস কমিয়ে ৭.৭ শতাংশ করেছে মূল্যায়ন সংস্থা এস অ্যান্ড পি গ্লোবাল রেটিংস। উল্লেখ করা যায়, এর আগে তারা ৯ শতাংশ জিডিপি কমার ইঙ্গিত দিয়ে এসেছে। সূত্রের আরও খবর, অর্থনীতি প্রত্যাশার তুলনায় দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে, এই যুক্তির ভিত্তিতে রিজার্ভ ব্যাঙ্ক থেকে শুরু করে ফিচ, মুডিজ, গোল্ডম্যান স্যাক্সের মতো বিভিন্ন মূল্যায়ন ও আর্থিক উপদেষ্টা সংস্থাও সঙ্কোচনের হার কমিয়েছে। এস অ্যান্ড পি-র পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, আগামী ২০২১-২২ অর্থবর্ষে ১০ শতাংশ আর্থিক বৃদ্ধি দেখতে পারে দেশ।

