Jawaharlal Nehru UniversityEducation Others 

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গবেষণায় ছাড়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গবেষণায় ছাড়। সূত্রের খবর, পিএইচডি-র পড়ুয়াদের জন্য এবার খুলে দেওয়া হল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। উল্লেখ করা যায়, এর আগে আনলক পর্বে ৩ দফায় পড়ুয়াদের জন্য খোলা হয় বিশ্ববিদ্যালয়। ওই বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, যেসব পড়ুয়ার গবেষণার কাজে ল্যাবরেটরি ব্যবহার করতে হবে, তাঁরা ২১ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন। এক্ষেত্রে বলা হয়েছে, ৭ দিন কোয়ারান্টিন থেকে তাঁদের বিশ্ববিদ্যালয়ের কাছে একটি স্বাস্থ্য সংক্রান্ত শংসাপত্র জমা দিতে হবে। জেএনইউ-র রেজিস্ট্রার সূত্রের খবর, পড়ুয়া ও কর্মচারীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে সকলের ফোনেই আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করার কথা বলা হয়েছে বলেও জানানো হয়েছে। তবে ক্লাস চালু হলেও বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি, ক্যান্টিন ও ধাবাগুলি করোনা আবহের কারণেই বন্ধই থাকবে বলেও জানানো হয়েছে।

Related posts

Leave a Comment