ভারতের বিদেশি মুদ্রা ভাণ্ডার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শেষ হওয়া সপ্তাহে ভারতের বিদেশি মুদ্রা ভাণ্ডার ৭৭.৮ কোটি ডলার কমেছে বলে জানা গিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে, তা হয়েছে ৫৭,৮৫৬.৮ কোটি ডলার। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, ১১ ডিসেম্বরের পূর্বের সপ্তাহে ওই ভাণ্ডার ৪৫২.৫ কোটি ডলার বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল।

