Electric CarOthers 

ভারতে বৈদ্যুতিক গাড়ির ব্যবহারে নজর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জ্বালানি আমদানির খরচ কমানোই লক্ষ্য। সূত্রের খবর, অনেকদিন ধরেই ভারতে বৈদ্যুতিক গাড়ির ব্যবহারে নজর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কবে থেকে রাস্তায় এই গাড়ি ছুটবে, তা নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে গাড়ি শিল্পে বিশ্বের অন্যতম অগ্রণী পিয়াজিও গোষ্ঠীর ভারতীয় কর্তা সুধাংশু আগরওয়াল দাবি করেছেন, দেশে এখনও বৈদ্যুতিক গাড়ির বাজার ও সহায়ক পরিবেশই গড়ে ওঠেনি। আরও বছরখানেক সময় লাগবে বলে জানানো হয়েছে।

উল্লেখ করা যায়, জ্বালানি খাতে বিপুল আমদানি খরচ করতে হয় কেন্দ্রকে। অন্যদিকে পেট্রল-ডিজেল দূষণ ছড়াচ্ছে। সূত্রের আরও খবর, সব মিলিয়ে অন্যান্য দেশের পথে হেঁটেই বৈদ্যুতিক গাড়ি তৈরি ও ব্যবহারে নজর দিতে চলেছে ভারত। পাশাপাশি গাড়ি শিল্পের দাবি, এত বৃহৎ প্রযুক্তিগত পরিবর্তন দ্রুত চাপিয়ে দেওয়া বাস্তবসম্মত নয়। এক্ষেত্রে বিপুল লগ্নির প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে আরও বলা হয়েছে, ভারত স্টেজ-৬ দূষণ মাপকাঠির গাড়ি তৈরির জন্য গত কয়েক বছরে প্রায় ৭৫ হাজার কোটি টাকা ঢালার পর এখনই আর বড় অঙ্কের পুঁজি ঢালা সহজ নয়।

এ বিষয়ে আরও জানা যায়, কলকাতায় নতুন স্কুটার বাজারে আনা ছাড়াও পিয়াজিও-র পক্ষ থেকে বলা হয়েছে, দেশে বৈদ্যুতিক গাড়ি আনা নিয়ে কেন্দ্রের সদিচ্ছাকে স্বাগত। তবে এখনই সেই পথে হাঁটার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলে। এক্ষেত্রে তাদের আরও বক্তব্য, এই সংক্রান্ত গাড়ির প্রযুক্তি তাঁদের হাতে রয়েছে। দেশে ৩ চাকার বৈদ্যুতিক গাড়িও আনা হয়েছে। সার্বিকভাবে বৈদ্যুতিক গাড়ির বাজার সম্পর্কে তাঁরা এখনই নিশ্চিত নয়।

Related posts

Leave a Comment