COVID-19 VaccineHealth World 

নির্বিঘ্নে টিকাকরণের প্রথমদিন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনার প্রথম টিকাকরণ গত শনিবার থেকে কলকাতায় শুরু হয়েছে। স্বাস্থ্যকর্মীদের কারও কাছ থেকেই কোনও পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এক্ষেত্রে পুর স্বাস্থ্যকর্তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
কলকাতা পৌরসভা সূত্রের খবর, ১১, ৩১, ৫৭, ৮২ এবং ১১১ নম্বর ওয়ার্ডে টিকাকরণ চলে পুর-স্বাস্থ্যকেন্দ্রে । আবার কলকাতা পৌরসভায় ৫টি কোল্ড চেইন তৈরি করা হয়েছে। ভ্যাকসিনগুলি এখানে সংরক্ষণ করা হয়েছে বলে জানা যায়। সূত্রের আরও খবর, ১১, ১৪, ৫৫, ৭৭ এবং ১১১ ওয়ার্ডে রাখা হচ্ছে। প্রথম দিন পুর কর্তৃপক্ষ ৫টি কেন্দ্রে ১০০ জন করে, মোট ৫০০জনকে টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছিল। প্রথম দিনেই লক্ষ্য পূরণ না হলেও সবকিছু ঠিকঠাক চলছে।

এ বিষয়ে জানা গিয়েছে, প্রথম দিন কলকাতা পৌরসভার প্রথম সারির করোনা যোদ্ধাদের প্রায় ৮৫ শতাংশ টিকা দেওয়া হয়েছে। পৌরসভার স্বাস্থ্য আধিকারিকরা অবশ্য জানিয়েছেন, প্রথম দিনেই কোউইন অ্যাপের সার্ভার সমস্যার কারণে নিবন্ধিত লোকদের একটি বড় অংশের কাছে এসএমএস পৌঁছায়নি । সোমবার অ্যাপটি কেমন হবে তাও পরিষ্কার নয়। আগের দিনের এসএমএস এই অ্যাপের মাধ্যমে পাঠানো যায়নি। এই পরিস্থিতিতে আজও টিকাকরণ চলবে। কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, সপ্তাহে চার দিন টিকা দেওয়া হবে। বুধবার কলকাতা পুর এলাকায় পোলিও ও অন্যান্য টিকা দেওয়া হবে। ভ্যাকসিনগুলি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবারে দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে। কলকাতা পুরসভার উপ-স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত রায়চৌধুরী জানিয়েছেন, টিকা দেওয়ার প্রথম দিন শুরু হয়েছে একটি সমস্যা নিয়ে। আমরা সম্ভবত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। তবে শুরুটা সামগ্রিকভাবে ভালোই হয়েছে। এখনও কোনও স্বাস্থ্যকর্মী অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি। আশা করা যায় যে, আগামী দিনগুলিতে এই কর্মসূচি আরও ভাল করা সম্ভব হবে।

Related posts

Leave a Comment