ট্যুইটারে বিদায়-বার্তা শেয়ার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিদায়-বার্তা। সূত্রের খবর, হোয়াইট হাউস ছাড়ার পূর্বে ট্যুইটারে বিদায়-বার্তা শেয়ার করলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কন্যা তথা তাঁর উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প। এ বিষয়ে আরও জানা গিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তাঁদের পরিবারের উদ্দেশে শুভকামনা জানিয়ে তাঁর ট্যুইট, আমেরিকান হিসেবে আমাদের উচিত তাঁদের সাফল্য কামনা করা। অন্যদিকে ইভাঙ্কার ট্যুইটের পর জো বাইডেন প্রশাসনের সাফল্য কামনা করে বার্তা দিয়েছেন ট্রাম্প, এমনটাই জানা যায়।

