Petrapol-Benapol Border-1Others 

পেট্রাপোল-বেনাপোল সীমান্ত পেরিয়ে দেশে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দেশে ফিরলেন ৩৮ জন বাংলাদেশি। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন হোমে আটকে থাকা ৩৮ জন বাংলাদেশি নাগরিক পেট্রাপোল-বেনাপোল সীমান্ত পেরিয়ে ফিরে গেলেন বাংলাদেশে। বাংলাদেশ উপ-দূতাবাস সূত্রের খবর, উদ্ধার হওয়া সে দেশের নাগরিকদের মধ্যে পুরুষ ও মহিলার পাশাপাশি শিশু-কিশোরও রয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে ও পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। সূত্রের আরও খবর, ভারতে আটকে থাকা এই সব বাংলাদেশিকে ফেরৎ পাঠানোর আগে তাঁদের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর বাংলাদেশে উপ-দূতাবাসই তাঁদের ফিরে যাওয়ার জন্য প্রয়োজনীয় ট্রাভেল পারমিট ইস্যু করেছে।

Related posts

Leave a Comment