ব্রিগেডের সভায় সেতু বন্ধনে ভারত-বাংলাদেশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলাদেশের বিকাশে পাশে নয়াদিল্লি।ওই দেশের উন্নতিতে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে ভারতের। দু-দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে ভারতের অবদানকে স্বীকৃতি দিলেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। উল্লেখ করা যায়, পঞ্চাশ বছর পূর্বে ভারতের সহযোগিতায় মুক্তিযুদ্ধে খান সেনাদের পরাজিত করে সূচনা হয় স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের। পরবর্তীতে ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু মুজিবুর রহমান কলকাতায় এসেছিলেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি সভা করেছিলেন। ওই সভায় উপস্থিত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বিপুল জনসমাগম হয়েছিল।
এরপর ৫ দশক পরে ওই দিনের স্মৃতিতে গতকাল ৬ ফেব্রুয়ারি ব্রিগেডে আয়োজন করা হয় একটি সভার। ওই সভায় ভারত-বাংলাদেশ নিবিড় বন্ধুত্বের স্বরূপ তুলে ধরলেন। বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানালেন,প্রকৃত বন্ধুত্ব বলে একেই। শুধু বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নয়, সে দেশের বিকাশেও পাশে রয়েছে ভারত। তিনি আরও উল্লেখ করেন, ভারত আমাদের ২০ লাখ করোনা ভ্যাকসিন বিনা পয়সায় দিয়েছে। আবার সিরাম ইনস্টিটিউটে তৈরি আরও ৫০ লক্ষ ভ্যাকসিন ভারত বাংলাদেশে পাঠাচ্ছে। এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিশিষ্টরা। এপার-ওপার বাংলার সেতু বন্ধন হল ব্রিগেডের সভায়।

