Kamala and RishiOthers 

ভারতীয় বংশোদ্ভূতদের আধিপত্য বিশ্বের বিভিন্ন দেশে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ১৫ দেশে নীতি নির্ধারক পদে ২০০ ভারতীয় বংশোদ্ভূত। বিশ্ব আসনে ভারত নজির গড়ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস শুধু নন, তালিকায় বহুনাম রয়েছে। আমেরিকা, ব্রিটেন ও পর্তুগাল-সহ ১৫টি দেশে নীতি নির্ধারণের ভূমিকায় রয়েছেন প্রায় ২০০ ভারতীয় বংশোদ্ভূত।

সূত্রের খবর, আবার তাঁদের মধ্যে ৬০ জন বিভিন্ন দেশে ক্যাবিনেট স্তরের দায়িত্ব পালন করছেন। অস্ট্রেলিয়া থেকে কানাডা, সিঙ্গাপুর থেকে দক্ষিণ আফ্রিকা ও সৌদি আরব- সর্বত্রই ভারতীয় বংশোদ্ভূতদের আধিপত্য রয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যেমন রয়েছেন, তেমনি রয়েছেন কূটনীতিক থেকে শীর্ষ আমলারাও।

পাশাপাশি তালিকায় বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রধান থেকে শুরু করে আইনসভার সদস্য ও প্রশাসনিক কর্তারাও রয়েছেন। উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ভারতীয় বংশোদ্ভূত কৃতীদের নিয়ে এই প্রথম তালিকা প্রকাশ করেছে এক মার্কিন সংস্থা। সেই তালিকাতেই একের পর এক নাম তুলে ধরা হয়েছে। যাঁরা নানা দেশে সরকার ও প্রশাসনিক বিভিন্ন পদে সামিল রয়েছেন।

Related posts

Leave a Comment