“জোট- ব্রিগেড” ঐতিহাসিক করার পরিকল্পনায় বাম শিবির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাম ব্রিগেড ২৮ ফেব্রুয়ারি। চমক থাকবে বলে খবর বাম শিবিরে । এবার ব্রিগেডে থাকছেন লালু -পুত্র তেজস্বী যাদব। সূত্রের খবর,বামেদের ব্রিগেডে দেখা যাবে তাঁকে । তবে তরুণ আরজেডি নেতার উপস্থিতি নিয়ে জল্পনা। উল্লেখ করা যায়, বিহার বিধানসভা নির্বাচনে নিজের দাপটও দেখিয়েছেন তেজস্বী। বামেরা ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে হাজির করাতে চায় লালুপুত্র তেজস্বী যাদবকে। জানা গিয়েছে,২৭ ফেব্রুয়ারিই কলকাতায় পা রাখতে পারেন তেজস্বী। ব্রিগেডে থাকবেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, আরএসপি সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য , নরেন চট্টোপাধ্যায় ও স্বপন চট্টোপাধ্যায়রা।এছাড়া তেজস্বীর মতো তরুণ আরজেডি নেতার উপস্থিতি চমক হিসেবেই রাখছেন বাম নেতারা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে “জোট- ব্রিগেড” ঐতিহাসিক করার পরিকল্পনা রয়েছে বাম নেতাদের।
উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচনে তেজস্বীর করিশ্মা মোদি-নীতিশের ইমেজকেওজোর ধাক্কা দিয়েছিল। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিহারে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে আরজেডি। বিহারের গদি দখল না হলেও শক্তিশালী বিরোধী হিসেবে তেজস্বী নিজের হাতেই দলকে প্রতিষ্ঠা দিয়েছেন। অন্যদিকে এবার ব্রিগেডে বামেরা ১০ লক্ষ মানুষ প্রত্যাশা করছে। সেই নিরিখে জেলায় জেলায় নেতা-কর্মীদেরও বার্তা দেওয়া হয়েছে। কলকাতা ছাড়াও বাড়তি নজর দেওয়া হচ্ছে রাজ্যের জেলাগুলিতে। ব্রিগেডের দেওয়াল লিখন সহ এবারের প্রচার পরিকল্পনাও আলাদা। সোশ্যাল মিডিয়ায় এসেছে টুম্পাগানের প্যারোডিও। অন্যদিকে ভোট ধরে রাখার জন্য বামেদের বার্তা- “হাল ফেরাও লাল ফেরাও”।

