শরীরে বাসা বাঁধতে পারে থাইরয়েড বা ডায়াবেটিস -কারণ জেনে নিন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: হঠাৎ করে হাত-পায়ে ঝি-ঝি লাগলে বা অবশ হয়ে গেলে সাবধান হতে হবে। এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। কঠিন রোগ হওয়ার সম্ভাবনা থেকে যায়। অনেকক্ষণ কোথাও বসে থাকলে, হঠাৎ পায়ে ঝি-ঝি লেগে যাওয়া বা অবশ হয়ে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এক্ষেত্রে বিশেষজ্ঞ-চিকিৎসকরা জানিয়েছেন, থাইরয়েড, ডায়াবেটিস বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। আবার শরীরে বাসা বাঁধতে পারে থাইরয়েড বা ডায়াবেটিস।
এক্ষেত্রে চিকিৎসক – বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্নায়ু যদি কোনও কারণে চাপ পড়ে,শরীরের সেই অংশে কোনও অনুভূতি থাকে না। ঝিন ঝিন করে বা অবশ হয়ে যেতে পারে। শারীরিক দুর্বলতা বা কোনও রকম সংক্রমণের প্রভাব থাকলে এমনটা হওয়া স্বাভাবিক। শরীরে রক্ত সঞ্চালন সঠিকভাবে না হলে তবে তা আমাদের শিরাগুলিতে প্রভাব ফেলতে থাকে। এরফলে মানব শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন ঠিকমতো পৌঁছাতে পারে না। ওই সময় ঝিমঝিম বা অবশ হয়ে যায় শরীরের অংশ। স্নায়ুরোগ বিশেষজ্ঞদের মতে ,নিউরালজিয়ার কারণে এ রকম হতে পারে। শরীরের যে কোনও অংশেই এই সমস্যা দেখা দিতে পারে । কোনও সংক্রমণের কারণে এমনটা হলে অবহেলা না করে আগে চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন।

