lila majumdar and birthLifestyle Others 

সাহিত্যিক লীলা মজুমদারের জন্মদিবসে শ্রদ্ধাৰ্ঘ্য

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজকের দিনে বিশিষ্ট সাহিত্যিক লীলা মজুমদার জন্মগ্রহণ করেন। কলকাতায় তাঁর জন্ম হয়। সম্ভ্রান্ত একটি পরিবারে তিনি জন্মেছিলেন। ১৯০৮সালের ২৬ ফেব্রুয়ারি লীলাদেবীর জন্ম হয়েছিল। পড়াশুনার পাশাপাশি সাহিত্য ক্ষেত্রেও তিনি প্রতিষ্ঠিত হন। একাধিক সাহিত্য তাঁর জনপ্রিয় হয়েছিল।

বিশিষ্ট এই সাহিত্যিকের উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে -” হলদে পাখির পালক “,”দিন দুপুরে” প্রভৃতি। এছাড়া “পদি পিসির বর্মী বাক্স” জনপ্রিয় সাহিত্যের মধ্যে অন্যতম ছিল। খ্যাতনামা এই সাহিত্যিক নিরলসভাবে কাজ করেছেন সমাজের জন্যও। সমাজে পিছিয়ে পড়া মানুষের কথাই তুলে ধরেছেন তাঁর সাহিত্যে। ২০০৭ সালে তিনি প্রয়াত হন।

Related posts

Leave a Comment