briged and modiOthers Politics 

ব্রিগেডে বাংলাকে নতুন সংকল্প নিয়ে চলার আহ্বান মোদির

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: “বারবার বিশ্বাসঘাতকতার শিকার বাঙালি”। মন্তব্য ব্রিগেডের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। জনতার কান্না মোছানোর অঙ্গীকারও করলেন ভরা ব্রিগেডে। অভিযোগের সুরে জানিয়েছেন,”মা-বোনেদের উপর অকথ্য অত্যাচার করেছে দিদির সাঙ্গপাঙ্গরা। বাংলার মানুষ কিন্তু তবু ভেঙে পড়েননি। বরং পরিবর্তন চাইছেন তাঁরা।”

ব্রিটিশ আমল থেকে শুরু করে যবনিকা টানলেন “পিসি-ভাইপো”কে নিয়ে। আজ রীতিমতো চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূল নেত্রীর উদ্দেশে তাঁর মন্তব্য, “বাংলার মানুষ অনেক স্বপ্ন নিয়ে আপনাকে দিদি করেছিল। কিন্তু আপনি একজনের পিসি কেন হয়ে গেলেন? বাংলার মানুষের বিশ্বাসভঙ্গ করেছেন মমতা দিদি। মা-বোনেদের উপর অকথ্য অত্যাচার করেছে দিদির সাঙ্গপাঙ্গরা। বাংলার মানুষ কিন্তু তবু ভেঙে পড়েননি। বরং পরিবর্তন চাইছেন তাঁরা।”

ব্রিগেডে “আসল পরিবর্তন”-এর ইঙ্গিত দিলেন। বিজেপি ক্ষমতায় এলে বিভিন্ন প্রকল্প আসতে চলেছে বাংলায়। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “বাংলার মানুষ পরিবর্তনের আশা ছাড়েননি। বাংলা উন্নতি চায়, শান্তি চায়।” আর সেই শান্তি, উন্নয়ন বিজেপি এলেই সম্ভব বলে দাবিও করলেন প্রধানমন্ত্রী। তিনি আরও জানান,আজ এখানে দাঁড়িয়ে বাংলার মানুষকে কথা দিয়ে যাচ্ছি, যা কিছু আপনাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, সব ফেরত দেব। স্বাধীনতার ৭৫তম বর্ষে নতুন সঙ্কল্প নিয়ে এগোতে হবে বাংলাকে।

বাংলার পুনর্নির্মাণ, সংস্কৃতি রক্ষা ও শিল্প তৈরির প্রতিশ্রুতিও দিয়েছেন। তাঁর মুখে শোনা গিয়েছে,”বাংলার মানুষের উন্নতির জন্য ২৪ ঘণ্টা কাজ করে যাব আমি। আপনাদের জন্য বাঁচব, আপনাদের সেবা করব। প্রতি মুহূর্তে কাজের মধ্যে দিয়ে আপনাদের মন জিতে নেব। তাই বাংলায় বিজেপিকে আনুন। উন্নয়নের বন্যা বয়ে যাবে।”

বিজেপি ক্ষমতায় এলে কলকাতার জন্য স্মার্টসিটি প্রকল্প আনা সহ নতুন উড়ালপুল গড়ার কথাও শোনা গিয়েছে। ঝুপড়িবাসীদের জন্য পাকা বাড়ি করে দেওয়া,ঠেলাওয়ালাদের স্বনিধি যোজনার অধীনে আনার বিষয়টিও ছিল। কলকাতার পাশাপাশি বাংলার অন্য শহরের জন্যও আত্মনির্ভরতার লক্ষ্য নিয়ে এগোনোর সংকল্পও ছিল।

খবরটি ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।

Related posts

Leave a Comment