surya and partyOthers Politics 

সংযুক্ত মোর্চার জোট সাধারণ মানুষের জোট : সূর্যকান্ত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবারে বিধানসভার ফলাফল ত্রিশঙ্কু হলে তৃণমূল বিজেপির হাত ধরবে। আজ বারাসতে জেলা পার্টি অফিসে এসে এমনই মন্তব্য করলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। আর সেই কারণেই বামেরা লড়াই করছে তার বিরুদ্ধে। এবারে সংযুক্ত মোর্চার জোট সাধারণ মানুষের জোট, সাধারণ মানুষ সেই জোট রক্ষা করবে।

এর পাশাপাশি ভোট প্রচারে মুখ্যমন্ত্রীর সহানুভূতি আদায় প্রসঙ্গে তিনি জানান,আমিও মুখ্যমন্ত্রীর প্রতি সহানুভূতিশীল,কিন্তু ভোটের মনোভাব ভিন্ন,সাধারণ মানুষ সেক্ষেত্রে বিবেচনা করবে।বামেরা ইস্তাহারে তাদের দাবি জানিয়েছে, সেই অনুযায়ী লড়াই চালাবে তারা,জানালেন পলিটব্যুরো এই সদস্য।

Related posts

Leave a Comment