তৃতীয় দফার ভোটপ্রচারে তারকেশ্বর ও সোনারপুরে মোদি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: “বাংলার দই-মিষ্টির এত স্বাদ, দিদি এত তিক্ততা কোথায় পান”,এমনই মন্তব্য মোদির। তৃতীয় দফা ভোটের আগে আবারও বাংলায় ভোটপ্রচারে সামিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রাজ্যের দুই জায়গায় নির্বাচনী জনসভা করলেন প্রধানমন্ত্রী। প্রথমে হুগলির তারকেশ্বরে পরে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে।
তারকেশ্বরের সভায় ‘ব্যোম ভোলে’ উচ্চারণ করে মোদির কটাক্ষ, “দিদি ও দিদি, হার আপনার সামনে উপস্থিত। আপনি এটা মেনে নিন।” নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূল নেত্রীর অভিযোগ করার জবাবে প্রধানমন্ত্রীর মন্তব্য, “ক্রিকেটের মাঠে বার বার খেলোয়াড় আম্পায়ারকে প্রশ্ন করলে বুঝতে হবে খেলোয়াড়ের খেলায় খোট রয়েছে। কখনও ইভিএম, কখনও নির্বাচন কমিশন, দিদির এত এত অভিযোগ। এবার বুঝতে হবে যে খেলা শেষ”।
তৃণমূল সুপ্রিমোর আক্রমণের শিকার হওয়ার প্রসঙ্গে মোদির আরও বক্তব্য, “বাংলার দই-মিষ্টির স্বাদই আলাদা, এত তিক্ততা কোথা থেকে পান দিদি”।
উল্লেখ করা যায়, বিজেপির জনসভায় মানুষ টাকার লোভে যান বলে কটাক্ষ করেছিলেন মমতা। কটাক্ষের জবাবে মোদি বলেছেন,”দিদি বলেন, বিজেপির সভায় যাওয়ার জন্য টাকা দেওয়া হয়। বাঙালিদের আত্মসম্মান অনেক বেশি দিদি। এই মন্তব্য করে আপনি আসলে বাংলার মানুষকে অপমান করেছেন।”
খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

