তৃণমূল নেত্রীকে কটাক্ষ -জোট নিয়ে আশাবাদী সূর্যকান্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:“নন্দীগ্রামে পরাজিত হয়েছেন মুখ্যমন্ত্রী, মুখ দেখেই বোঝা যাচ্ছে”। মমতাকে কটাক্ষ সূর্যকান্ত মিশ্রের। নন্দীগ্রাম এবার বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্র বলা হচ্ছে । চলছে নন্দীগ্রাম ঘিরে জোর চর্চা । আজ সিপিএম রাজ্যসম্পাদক নন্দীগ্রাম নিয়ে তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করলেন। সূর্যকান্ত মিশ্র বললেন, “মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে হেরে গিয়েছেন। গণনা এখনও বাকি রয়েছে। কিন্তু মুখ দেখেই বোঝা যাচ্ছে ওনার অবস্থা কী।”
সাংবাদিক বৈঠকে তিনি আরও বলেছেন, ” যাঁদের মনোনয়ন দিয়েছেন, তাঁদের মধ্যেও নাকি গদ্দার রয়েছে। তাঁদেরও নাকি বিজেপি কিনে নিতে পারে।” আবার নন্দীগ্রামের বুথে ২ ঘণ্টারও বেশি সময় ধরে মুখ্যমন্ত্রীর বসে থাকাকেও কটাক্ষ করতে ছাড়েননি। এ বিষয়ে তাঁর মন্তব্য, “মুখ্যমন্ত্রী অনেক বুথে এজেন্ট দিতে পারেননি। বুথে বসে যার সঙ্গে মুখ দেখাদেখি নেই, সেই রাজ্যপালকে ফোন করছেন। মুখ্যমন্ত্রী যখন বুথে বসে কাটিয়েছেন তখন দলীয় প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় এলাকায় ঘুরে ঘুরে ভোট করিয়েছেন,এজেন্ট বসিয়েছেন।”
তাঁর আরও মন্তব্য, “মুখ্যমন্ত্রীকে বাংলার মেয়ে বলা অপমান। কারণ তিনি বয়োজেষ্ঠা। বরং ওনাকে পিসি বলা সঠিক। তবে উনি সম্ভবত একজনেরই পিসি। মুখ্যমন্ত্রী নন। বাংলার মেয়ে আসলে মীনাক্ষী।” অন্যদিকে ২০১৬সালের তুলনায় এবার জোট ভালো হয়েছে বলে দাবি করলেন তিনি। আগে জোট নিয়ে নানা বিভ্রান্তি ছিল বলেও মন্তব্য করলেন। এখন সংযুক্ত মোর্চা ঐক্যবদ্ধ বলেও দাবি তাঁর। কেন্দ্রীয় বাহিনী নিয়েও সিপিএম সন্তুষ্ট নয় বলেও মন্তব্য করেছেন সূর্যকান্ত। কেন্দ্রীয় বাহিনী থাকলেও ভোটের আগে বুথের আশপাশ এলাকায় মোটরবাইক বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে বলেও অভিযোগ করলেন তিনি।
আজ মালদহে দলীয় কর্মশালায় বক্তব্য রেখেছেন সিপিএম রাজ্যসম্পাদক। পরে গাজোলে আরও একটি কর্মী সম্মেলনে অংশ নেন তিনি। নন্দীগ্রামে মীনাক্ষীর লড়াইয়ের উদাহরণ টেনে দলীয় কর্মীদের চাঙ্গাও করলেন এই সিপিএম নেতা। মালদহে এবার জোট ফল ভাল করবে বলেও আশাবাদী সূর্যকান্ত।
খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

