ডলারের সাপেক্ষে বেড়েছে টাকার দর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাড়ল টাকার দর। সূত্রের খবর, আমেরিকায় বন্ডের ইল্ড কমা ও ভারতে শেয়ার বাজারের উত্থানের জেরে ডলারের সাপেক্ষে বেড়েছে টাকার দর। উল্লেখ করা যায়, ১ ডলারের দর ৫৮ পয়সা কমে দাঁড়িয়েছে ৭৪.৩৫ টাকা। এক্ষেত্রে আরও জানা যায়, বিভিন্ন দেশের মুদ্রার সাপেক্ষে দুর্বল ডলারের দর, আবার ভারতীয় লগ্নিকারীদের ঝুঁকি নেওয়ার ইচ্ছে ও রিজার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপেও বাড়ল টাকার দর।

