বাণিজ্য-বিনিয়োগ চুক্তির লক্ষ্য নিয়ে বৈঠক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লগ্নি চুক্তির লক্ষ্যে বৈঠক। সূত্রের খবর, একটি বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির লক্ষ্য নিয়ে আগামী ২৯ এপ্রিল বৈঠকে বসতে চলেছে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে আরও জানা গিয়েছে, কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল ও ইউরোপীয় কমিশনের কার্যনির্বাহী উপ-সভাপতি ভালদিস দমব্রোভস্কির এই বৈঠক হবে ভিডিও মাধ্যমে।
উল্লেখ করা যায়, ৫ ফেব্রুয়ারির বৈঠকে এই চুক্তির বিষয়ে প্রাথমিক কথাবার্তা শুরু হয়েছিল। নয়াদিল্লি সূত্রের খবর, মে মাসের গোড়ায় ভারত-ইইউ শীর্ষ সম্মেলনে এই চুক্তিটির প্রশ্নে সমর্থন পাওয়া যাবে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের। এমনই আভাস মিলেছে ভারত সফর করে যাওয়া ফরাসি বিদেশমন্ত্রী জন ইভ ল্য দ্রিয়াঁ-র বক্তব্যে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে জানানো হয়, এই চুক্তিকে সমর্থন করতে উৎসাহী প্যারিস। উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর শীর্ষ পর্যায়ের বৈঠকেও বিষয়টি নিয়ে পর্যালোচনা হয়। দ্রুত বিষয়টি নিয়ে আলোচনা হবে।

