পড়ুয়াদের বিজ্ঞান-চেতনা বৃদ্ধিতে পরীক্ষার আয়োজন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহে পড়ুয়াদের বিজ্ঞান-চেতনা বৃদ্ধি। রাজ্য জুড়ে ‘বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড’ পরীক্ষার আয়োজন করছে শিক্ষা দফতর। ব্লক স্তর, জেলা স্তর ও রাজ্য স্তরে ওই পরীক্ষা নেওয়া হবে বলে জানা গিয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই পরীক্ষা নেওয়া হবে অফলাইনেই। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, অষ্টম শ্রেণির ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান ও গণিতের উপরে পরীক্ষা নেওয়া হবে।
শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, পরীক্ষাগুলি জুন, জুলাই ও আগস্ট মাসে হওয়ার কথা। পরীক্ষা শুরু হবে ২৭ জুন। অফলাইনেই পরীক্ষা হবে বলে আপাতত ঠিক হয়েছে। করোনা পরিস্থিতির উপর নজর দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। শিক্ষা দফতর সূত্রে এ বিষয়ে আরও জানা যায়, নবম শ্রেণির পড়ুয়ারা এই পরীক্ষায় বসার সুযোগ পাবে। স্কুলের অষ্টম থেকে নবম শ্রেণিতে ওঠার পরীক্ষায় প্রথম ৫ জন পড়ুয়াকে নির্বাচন করবেন প্রধান শিক্ষক। ওই পড়ুয়ারাই পরীক্ষায় বসতে পারবে।
এ বিষয়ে আরও জানা গিয়েছে, ব্লক ও জেলা স্তরে মাল্টিপল চয়েস এবং রাজ্য স্তরে বিষয়-ভিত্তিক ছোট প্রশ্ন থাকবে। সর্বোচ্চ নম্বর পাওয়া পড়ুয়ারা ব্লক স্তর থেকে জেলা স্তর ও রাজ্য স্তরে পরীক্ষা দেবে। এ বিষয়ে বিশদে জানার জন্য স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। উল্লেখ করা যায়, এই সংক্রান্ত বিষয়ে জেলা স্কুল পরিদর্শকদের সঙ্গে স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের বৈঠক হয়েছে। প্রতিটি স্তরেই সর্বোচ্চ নম্বর পাওয়া পড়ুয়ারা আর্থিক পুরস্কার পাবে বলে জানা গিয়েছে।

