ভিন্ন রূপে পৃথিবী-ছবি শেয়ার নাসার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ভিন্ন রূপে ধরা পড়ল পৃথিবী। স্পেস সেন্টার থেকে পৃথিবী এক নৈসর্গিক রূপে। উল্লেখ করা যায়, সম্প্রতি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছেছেন রাশিয়া ও আমেরিকার তিন মহাকাশচারী। সোয়ুজ এমএস – ১৮ স্পেস ক্র্যাফ্টে করে স্পেস স্টেশনে পৌঁছেছেন মহাকাশচারীরা। সেই ঘটনা সাড়া ফেলেছে গোটা বিশ্বে। এবার প্রকাশ্যে এসেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ছবি। সেই সব ছবি শেয়ার করেছে আমেরিকার মহাকাশ সংস্থা নাসা।
উল্লেখ করা যায়,ছবিটি মোরিটানিয়ার রিচ্যাট স্ট্রাকচার প্রান্তের । আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ভিন্ন ভাবে ধরা দিল এই ছবি। ছবিটি শেয়ার করার পর নাসার ক্যাপশন- “বিস্তীর্ণ প্রান্তর জুড়ে জলাভূমি, স্থলভাগ ও তুষারাবৃত এলাকা। এই সব মিলিয়েই জীবনের সঞ্চার। মহাকাশ হোক বা মাটি। এক অদ্ভুত বৈচিত্র্যের মধ্য দিয়ে এই ছোট্ট গ্রহে আমরা সবাই একত্রিত হয়ে বেঁচে রয়েছি”।
নাসা সূত্রে জানা গিয়েছে,এই ছবিটি ঘিরে কয়েক লক্ষ লাইক ও কমেন্ট পড়েছে। দক্ষিণ ফ্লোরিডার এভারগ্লেডসের ছবি এটি । আমেরিকার ফ্লোরিডায় ১.৫ মিলিয়ন একর জায়গা জুড়ে রয়েছে এই জাতীয় উদ্যান। নদী ছাড়াও বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ঘাস আর বনভূমি। নানা প্রজাতির বন্যপ্রাণীর বাস । নাসার শেয়ার করা ছবিতে সুন্দর হয়ে উঠেছে পৃথিবীর এই প্রান্ত।
” আর্থ ডে”-র এই বিশেষ দিনে সাড়ম্বরে পালন করার জন্য আমন্ত্রণ জানিয়েছে নাসা। একটি বার্তাও দিয়েছে আমেরিকার এই মহাকাশ সংস্থাটি। এক্ষেত্রে নাসার পক্ষ থেকে বলা হয়েছে, “আর্থ ডে”-র কথা মাথায় রেখে উৎসাহীরা পৃথিবীর নানা প্রান্তের ছবি শেয়ার করতে পারেন। নির্বাচিত ছবি নাসার পক্ষ থেকে শেয়ার করার কথাও বলা হয়েছে। ছবিটি দেখে মনে হয়, যেন একটি বিস্তীর্ণ এলাকা বরফে আবৃত। আসলে এটি ইউরোপের নাইপার নদী।
মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

